Latest News :

এ.এম.আই.ই হল আইইবি কর্তৃক প্রদত্ত একটি প্রফেশনাল সার্টিফিকেশন- S.M. Talha Jubaed

Posted by at Saturday, November 16, 2013




এ.এম.আই.ই হল আইইবি কর্তৃক প্রদত্ত একটি প্রফেশনাল সার্টিফিকেশন। এ.এম.আই.ই ডিগ্রী বাংলাদেশের যেকোনো সরকারী বিশ্ববিদ্যালয়-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর সমমান একটি ডিগ্রী। ৪টি বিষয়ে এ.এম.আই.ই পড়ার সুযোগ রয়েছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং কেমিক্যাল। যেকোনো বিষয়ে সেকশন-এ ও বি-তে সব মিলিয়ে ১৬টি কোর্স পড়তে হয়। মোট ১৬০০ মার্কস-এর পরীক্ষা দিতে হয়। রেজিস্ট্রেশন এর মেয়াদ এক বছর হলে তবেই পরীক্ষাই অংশগ্রহণ করা যাবে। সেকশন-এ সম্পন্ন করার পরই সেকশন-বি এর পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করা যাবে। কোন পরীক্ষাই অংশগ্রহণ বাদ না গেলে দুই বছরেই এ.এম.আই.ই ডিগ্রী অর্জন করা সম্ভব। পাশ করার পর বিসিএস, মোবাইল কোম্পানিসমূহ (গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, ওয়ারিদ ইত্যাদি), রিয়েল এস্টেট কোম্পানি সমূহ, স্কয়ার লিঃ, পপুলার লিঃ, ইবনে সিনা, ইনসেপটা, একমি প্রভৃতি মেডিসিন কোম্পানি সমুহে, ডেসা, ডেসকো, সিঙ্গার, র‌্যাংগস, সনি, তোসিবা, কনিকা, কনকা, সিমেন্স, নোকিয়া, স্যামসাং, এরিকসন, হুয়াই, সেবা টেলিকম, যুবক ফোন, বাংলাদেশ বেতার, টেলিভিশন, রেলওয়ে, পল্লী বিদ্যুৎ , পাওয়ার গ্রিড, পাওয়ার স্টেশন, বাংলাদেশ বিমান, স্কয়ার, আকিজ লিমিটেড সহ সবধরনের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করা যাবে।

ইংল্যান্ডে বুয়েট ছাড়া বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়-এর ব্যাচেলর ডিগ্রী সেদেশে ব্যাচেলর ডিগ্রীর সমমান হিসেবে স্বীকৃত নয়, কিন্তু এ.এম.আই.ই ইংল্যান্ডে ব্যাচেলর ইন অনার্স ডিগ্রীর সমমান হিসেবে স্বীকৃত!!! এমনকি এ.এম.আই.ই ডিগ্রী আমেরিকার ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং-এর সমমান হিসেবে স্বীকৃত!!! শুধু তাই নয়, কমনওয়েলথভুক্ত সব কয়টি দেশে এটি বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর সমমান একটি ডিগ্রী হিসেবে স্বীকৃত বিধায়, এ.এম.আই.ই সম্পন্ন করার পর আপনি দেশে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য গমন করতে পারবেন।

তবে এটা যেহেতু ইনফরমাল এডুকেশন তাই বাংলাদেশে এ.এম.আই.ই-তে কোন ক্লাস সুবিধা নেই এবং নিজে নিজে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় ... তাই এই ভার্চুয়াল ক্লাসরুম...


এই পেজটি হবে এএমআইই শিক্ষার্থীদের জন্য ভারচুয়াল ক্লাসরুম। ফেসবুক-এর এই গ্রুপ পেজটি আগামী ০১ জুন ' ২০১২ থেকে সম্পূর্ণভাবে একটি ক্লাসরুম হিসেবে পরিচালিত হবে। এখানে একসাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশন-এ এর সবগুলো এবং আবশ্যিক ৪টি বিষয়ে নিয়মিত ক্লাস আকারে পোস্ট দেওয়া হবে। আপনি এই ক্লাস এ যোগ দিতে পারেন, আপনার বন্ধুকে জানাতে পারেন যোগ দিতে, আপনি শেয়ার করতে পারেন আপনার নলেজ, সমস্যা, অথবা সমস্যার সমাধান।

এখানে সকল এএমআইই শিক্ষার্থীদের উদ্দেশে একটি কথা বলতে চাই, আপনারা যে , যেই কোর্সে ভাল, সে সেই কোর্সটির উপর নিয়মিত এবং ধারাবাহিকভাবে পোস্ট দিবেন। একটি কোর্স এর শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবেন আপনি নিজেই। আসুন , আমরা সবাই সবাই কে সাহায্য করি। এএমআইই-টাকে করে তুলি আরেকটু সহজ...

যে আল্লাহর সৃষ্টিকে সাহায্য করেন, আল্লাহ তায়ালা তাকে সাহায্য করবেন।

আসুন, আমরা সবাই অন্যদেরকে সাহায্য করি...


AMIE Hotline: +088-01911-088 706; এএমআইই লেখাপড়া সম্পর্কিত যেকোন তথ্য পেতে ডায়াল করুন এই নাম্বারে। এ এম আই ই ডিগ্রি সম্পর্কিত তথ্য, সাবজেক্ট সম্পর্কিত তথ্য, বিভিন্ন কোর্সের রেফারেন্স বই, টেক্সট বই, গাইড বই, বিগত বছরের প্রশ্ন সংগ্রহ, হ্যান্ড নোট সংগ্রহ, থেকে শুরু করে যেকোনো তথ্য পেতে আপনি ডায়াল করুন ০১৯১১-০৮৮৭০৬ এ। দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন, মাসে ৩০ দিন, বছরে ৩৬৫-দিনই খোলা থাকবে এই হেল্পলাইন... এএমআইই শিক্ষার্থীদের সেবাই আমরা সদা প্রস্তুত...

http://www.facebook.com/groups/314101128653647/files/

For Download your Necessary document regarding AMIE like syllabus, Exam Routine, Course List, Previous Questions of Different courses, Suggestion for different courses, study materials, Tips to obtain A+ and many more, please visit the given link....


-------------------------------------------------
@ Total Courses of Electrical Engineering:
-------------------------------------------------

@ Section-A:
1. ENGINEERING MATHEMATICS
2. PHYSICS
3. BASIC FLUID MECHANICS
4. ENGINEERING MECHANICS
5. THERMAL ENGINEERING
6. ELEMENTARY ELECTRICAL ENGINEERING
7. ELEMENTARY ELECTRONICS
8. PROPERTIES & MECHANICS OF MATERIALS

@ Section-B:
1. ELECTRICAL MACHINES
2. TRANSMISSION AND DISTRIBUTION OF ELECTRICAL POWER
3. SEMICONDUCTOR DEVICES
4. NETWORK ANALYSIS
5. MEASUREMENT & INSTRUMENTATION
6. COMPUTER FUNDAMENTALS

Select any two from the following courses:
1. SWITCH GEAR & PROTECTIVE DEVICES
2. TELECOMMUNICATION ENGINEERING
3. POWER PLANT ENGINEERING
4. POWER STATION
5. POWER SYSTEM ANALYSIS
6. Advance Electronics.
7. Control Systems.
8. Microwave Engineering

******************************

Share this Post :

0 comments: