Latest News :

ROYAL ENGINEERING ACADEMY (REA)- S. M. Talha Jubaed

Posted by at Saturday, November 16, 2013

ROYAL ENGINEERING ACADEMY (REA)

রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী, “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের ক্লাস সুবিধা প্রদানকারী একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীরা “বিএসসি ইঞ্জিনিয়ারিং” লেভেলের বিভিন্ন কোর্সের ক্লাসসুবিধা গ্রহন করে থাকে । একজন ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা পাশের পর ডুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীতে পড়াশুনার সুযোগ পেয়ে থাকে। এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসকল ডিপ্লোমা প্রকৌশলী ভর্তির সুযোগ পায় না, সেসকল শিক্ষার্থী “ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)” কর্তৃক ১৯৪৭ সাল থেকে পরিচালিত “বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমানের ডিগ্রী প্রোগ্রাম, এ.এম.আই.ই”-তে ভর্তির মাধ্যমে “বিএসসি ইঞ্জিনিয়ার” হওয়ার সুযোগ গ্রহন করে থাকে । এ.এম.আই.ই ডিগ্রী প্রোগ্রামের সেমিস্টার পরীক্ষাসমূহ বুয়েট, রুয়েট, চুয়েট এবং কুয়েটে অনুষ্ঠিত হয়, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র মূল্যায়ন সবকিছুই হয় বুয়েটের শিক্ষকদের মাধ্যমে । এ.এম.আই.ই-তে কোন ক্লাসের সুযোগ নেই, শুধুমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহ এপ্রিল এবং অক্টোবরের শেষ সপ্তাহে সেমিস্টার এর পরীক্ষা গ্রহন করে থাকে। ক্লাস ছাড়া শিক্ষার্থীদের জন্য এ.এম.আই.ই কমপ্লিট করা নিতান্তই অসম্ভব, আর তাই, প্রতিটি কোর্সে ক্লাস সুবিধা প্রদান করার জন্যই ROYAL ENGINEERING ACADEMY (REA), নামের ইঞ্জিনিয়ারিং একাডেমী তাদের কার্যক্রম শুরু করেছে ২০১৩ সালের সেপ্টেম্বর এর ১৬ তারিখ থেকে

Share this Post :

0 comments: