Latest News :

About MSC Engineering after Complicated AMIE

Posted by at Saturday, November 16, 2013

   Provided By SM Talha Jubaed

আপনি চান যে, আপনি এএমআইই কমপ্লিট করার পর এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করবেন বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয় থেকে?

সেই সুযোগ পেতে হলে, আপনাকে এএমআইই পাশ করতে হবে সিজিপিএ ২.৭৫ বা তার চেয়ে বেশি পেয়ে ।
একই সাথে আপনাকে এএমআইই তে নিচের কোর্সগুলো কমপ্লিট করতে হবেঃ

1. TELECOMMUNICATION ENGINEERING
2. ADVANCED ELECTRONICS
3. SWITCHGEAR & PROTECTIVE DEVICES
4. ELECTROMAGNETIC THEORY
5. POWER STATION.
6. POWER SYSTEM ANALYSIS.
7. MICROWAVE ENGINEERING
8. CONTROL SYSTEM

***********************

9. INSTRUMENTATION & CONTROL ENGINEERING
10. POWER PLANT ENGINEERING
11. INDUSTRIAL ADMINISTRATION AND MANAGEMENT
12. PRODUCTION PLANNING & CONTROL
13. HEAT, MASS & MOMENTUM TRANSFER.
14. REFRIGERATION & AIRCONDITIONING.
15. FLUID MECHANICS & MACHINERIES.

এখাণে ১৫টি সাবজেক্ট বা কোর্সের নাম দেওয়া হলো । এর মধ্যে মাত্র দুইটি কোর্স আপনাকে বাধ্যতামূলকভাবেই 
পাশ করতে হবে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এএমআইই ডিগ্রী অর্জনের জন্য । বাকি ১৩ টি কোর্স আপনি অতিরিক্ত 
পাশ করতে পারলে, আপনার উচ্চ শিক্ষার বদ্ধ দুয়ার খুলে যেতে পারে !!!

আপনি চাইলেই অতিরিক্ত এই কোর্সসমূহ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তবে, অবশ্যই সেটা আপনার এএমআইই পাশের পর ।
অনেকে এএমআইই পাশ করতেই হিমশিম খায়, তারা বলবে, ১৬ টাই কমপ্লিট হয় না, তার উপর ২৯ টা !!! 

যারা টেনেটুনে এএমআইই পাশ করছেন, বা করেছেন, এবং যাদের উচ্চশিক্ষা নেওয়ার কোন আগ্রহ নেই, এই আর্টিকেল তাদের জন্য নয় ।
এই আর্টিকেল শুধুমাত্র তাদের জন্যই যাদের জিপিএ ২.৭৫ বা তার চেয়ে বেশি আছে, ভবিষ্যতে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়ার স্বপ্ন দেখছেন, 
তাদের জন্য এই আর্টিকেল । সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা চলছে বহুদিন ধরে, কার্যত থেমে আছে, সিলেবাসের আধুনিকীকরণের কাজ । 
কিন্তু প্রতিবছর ৪৫-৫০ জন এএমআইই ইঞ্জিনিয়ার বের হচ্ছেন, যাদের মধ্যে ১০-১২ জন এর জিপিএ ২.৭৫ এর উপরে থাকছে । তাদের জন্যই এই আর্টিকেল । 
সিলেবাস নিয়ে হায়-হায় করে কোন লাভ নেই, বরং এই সিলেবাসকে ব্যবহার করে কতখানি এগিয়ে যাওয়া যায়, সেটা ভাবা এখন অতীব জরুরী, কারন সিলেবাস 
পরিবর্তনের কোন ক্ষমতা আমাদের নেই ।

এই সিলেবাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই আমাদেরকে উচ্চশিক্ষা নিতে হবে, সেই ভাবেই পরিকল্পনা করতে হবে । এর মধ্যে যদি কর্তৃপক্ষ সদয় হন, সিলেবাসে
পরিবর্তন আনেন, আধুনিক করেন, সেটা আমাদের জন্য সোনায় সোহাগা । 

এবার আসুন, সিলেবাস এর পরিবর্তন এবং এএমআইই এর অসুবিধাসমূহ দূরীকরণে আমাদের কি করনীয়ঃ 

১। আমারা যথাযথ কর্তৃপক্ষকে এর আগে বহুবার আমাদের সিলেবাস এর মানহীনতা নিয়ে জানিয়েছি, এবং পরিবর্তন এবং সংশোধনের জন্য অনুরোধ করেছি । 
কিন্তু যেভাবে গাড়ি চলছে, সেই ভাবেই গাড়ি চলছে... কোন ফল নেই ।
২। সবাই আন্দোলনে যাওয়ার কথা বলছেন, সেটাই মনে হচ্ছে আমাদের সর্বশেষ হাতিয়ার । কিন্তু সেজন্য যে জিনিশ দরকার, সেটা হল, সকল এএমআইই শিক্ষার্থীকে আন্দোলনে সম্পৃক্ত করা । সেজন্য দরকার 
সবার সাথে যোগাযোগের মাধ্যম সৃষ্টি । এজন্য সকল শিক্ষার্থীর ডাটাবেজ তৈরি করতে হবে । 
৩। ডাটাবেজ তৈরির কাজ শুরু হবে অক্টোবর - ২০১৩ এর এএমআইই পরীক্ষা শেষে । ডাটাবেজে রক্ষিত তথ্যের মাধ্যমে আমরা সকল শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারবো । 
প্রতিটি সেন্টার এর আলাদা ডাটাবেজ তৈরি হবে, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার আলাদা আলাদা ডাটাবেজ তৈরি হবে ।
৪। সর্বমোট ৫০০০ শিক্ষার্থীর এক বিরাট সম্মেলন এর মাধ্যমে আমরা আমাদের আন্দোলন কার্যক্রম শুরু করবো । 
৫। মিডিয়া সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন । আন্দোলনের সফলতার জন্য, মিডিয়ার সাহায্য অনেক বেশি দরকার । মিডিয়াকে সাথে নিয়ে আন্দোলন শুরু করতে হবে । 
৬। এএমআইই শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য ঢাকা আইইবি-থেকে আমাদের আন্দোলনের সূচনা করা হবে ।
৭। কোন ধরনের সহিংস আন্দোলন আমাদের লক্ষ্য নয় । আমরা অহিংস আন্দোলন করবো, কোনরকম ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না, প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো । 

সারা বাংলাদেশ থেকে সর্বমোট ১০০ টি "টিম" (প্রতি টিমে ৫০ জন সদস্য) আন্দোলনে যোগ দিবে । ঢাকার বাইরে যারা আছে, তারা বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে আমাদের আন্দোলনে যোগ দিবে ।
প্রতিটি টিমে একজন করে টিম লিডার থাকবেন, যার তত্ত্বাবধানে সকল সদস্য শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে যোগ দিবে । 

আশা করছি, সকল এএমআইই শিক্ষার্থী, আমাদের আন্দোলন কর্মসূচিতে একাত্ম হবেন । কারও কোন গঠনমূলক মতামত থাকলে, নিচে কমেন্টের মাধ্যমে জানান ।

Share this Post :

0 comments: