Latest News :

ENGINEERING MECHANICS কোর্সের জন্য প্রস্তুতি- S. M. Talha Jubaed

Posted by at Saturday, November 16, 2013



ENGINEERING MECHANICS কোর্সের জন্য প্রস্তুতি নিতে এখানে কিছু টিপস উল্লেখ করা হোলঃ

1. CENTROIDS & CENTRE OF GRAVITY - > 20 MARKS
2. ANALYSIS OF STRUCTURES - > 20 MARKS
3. MOMENT OF INERTIA - > 20 MARKS
...4. FORCE COUPLE & EQUILLIBRIUL FORCE SYSTEMS - > 20 MARKS
5. FRICTION & WEDGE - > 20 MARKS
6. DYNAMICS OF PARTICLES - > 20 MARKS
7. DYNAMICS OF RIGID BODIES - > 20 MARKS

এই অধ্যায় সমূহ থেকে CENTROIDS & CENTRE OF GRAVITY ; ANALYSIS OF STRUCTURES ; MOMENT OF INERTIA এই তিনটি অধ্যায় খুব ভাল করে অনুশীলন করলে পাশ মার্কস অর্জন করা যাবে ।

এ+ পেতে হলে ৭টি অধ্যায় অনুশীলন করতে হবে । এই কোর্সে পাশ করা এবং এ+ পাওয়া দুইটিই অনেক সহজ । সব গুলো অংক আসে বিধায় ১৪টি অংকের মধ্যে ৪ টি অংক কমন পেলে পাশ হয়ে যাবে । আর ৮টি কমন পেলে এ+ নিশ্চিত !!! আর কমন না পেলে ফেল নিশ্চিত !!!

তাই , অনুশীলন করতে হবে নিয়মিতভাবে । সেটা পাশের জন্যই হোক , বা এ+ পাবার জন্যই হোক না কেন । প্রতিদিন কিছু না কিছু নিয়ম শিখতে হবে , কিছু কিছু অংক অনুশীলন করতে হবে । একই ধরণের অংক নিজে নিজে সমাধান করার দিকে অধিক মনোযোগ দিতে হবে ।

হুবহু অংক কমন না পেলেও যাতে সমাধান করতে পারেন , সেজন্য নিজেকে তৈরি করতে হবে নিয়মিত প্রচেষ্টায় ।

কারও ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়ে বেসিক দুর্বল থাকলেও চিন্তিত হওয়ার দরকার নেই । সেজন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর "APPLIED MECHANICS- বিকাশ চন্দ্র মণ্ডল" এই বইটা সংগ্রহ করে নিতে পারেন ।

বিভিন্ন টেকনিক যেমন "METHOD OF JOINTS, METHOD OF SECTIONS" প্রভৃতি সমূহ বাংলা বইটি থেকে পড়ে নিতে পারেন । বিভিন্ন নতুন টার্ম সম্পর্কে জানতে দেখে নিতে পারেন বাংলা বইটি।

নিজেকে ধারাবাহিকভাবে "সমস্যা সমাধান" এর জন্য যোগ্য করে তুলতে হবে। এটা একদিনে হবে না , ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এটা অর্জন করা সম্ভব ।

কখনই অল্প পরিশ্রমে বেশি কিছু অর্জনের আশা করবেন না । দীর্ঘদিনের অনুশীলন , সমস্যা বিশ্লেষণ , সমাধানের বিভিন্ন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে দক্ষতা অর্জনের মাধ্যমেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এ ভাল করা সম্ভব ।

নিজেকে প্রকৃত ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে এই কোর্সের উপর ভাল রেজাল্টের চেয়ে ভাল দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ । নিজের চিন্তা-ভাবনার গতিপ্রকৃতিকে নিয়ন্ত্রন এবং সুনির্দিষ্ট দিকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় চালিত করার মাধ্যমেই নিজেকে গড়ে তোলা সম্ভব ...

শুভকামনা রইলো সকলের জন্য ...

Share this Post :

0 comments: